যোগাযোগ:
উপজেলা রিসোর্স সেন্টার,ফুলতলা, খুলনা প্রতিষ্ঠানটি আলকা পল্লীমঙ্গল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন। উপজেলা মোড় হতে উপজেলা পরিষদের দৃষ্টিনন্দন গেটের ভিতর দিয়ে সোজা আলকামুখী রাস্তা দিয়ে প্রায় ১ কিলোমিটার পশ্চিম দিকে এগিয়ে গেলে একটি চৌরাস্তা পড়বে। উক্ত চৌরাস্তা থেকে ১৫০ গজ পশ্চিম দিকে এগিয়ে গেলে ডান দিকে আলকা পল্লীমঙ্গল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে । উত্তর প্রান্তে পশ্চিমমুখী ভবনটি উপজেলা রিসোর্স সেন্টার, ফুলতলা। মোবাইল- 01712683675, ইমেইল- urcphultalakhulna@gmail.com