74.30 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এ জনপদে 4টি ইউনিয়ন পরিষদ ও 38টি গ্রাম রয়েছে। মোট জনসংখ্যা 133374 জন। পুরুষ 67513 জন এবং মহিলা 65861 জন। মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে 56 টি এবং মাধ্যমিক বিদ্যালয় আছে 22টি। শিক্ষার হার 60%। প্রাথমিক শিক্ষার গুণগত মনোন্নয়নের জন্য একটি ইউআরসি (উপজেলা রিসোর্স সেন্টার) স্থাপন করা হয়েছে যার মাধ্যমে শিক্ষকদের একাডেমিক সেবা প্রদান করা হচ্ছে।
এক নজরে | পিডিএফ | ওয়ার্ড |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস